- Dr. Wali Khan
-
37-33, 77th Street,1st Floor
Jackson Heights, NY 11372 - Tue, Thu & Sat: 11 am to 6 pm
- Mon, Wed & Fri : Closed
- Sunday : Closed
- walikhandds@yahoo.com
-
24/7 call answer for emergency.
JACKSON HEIGHTS OFFICE
BRONX OFFICE
- Dr. Wali Khan
-
1268 White Plains Road
Bronx, NY 10472 - Tue & Thu: 11 am to 5:30 pm
- Mon, Wed & Fri : 11:30 am-6 pm
- Sunday : closed
- walikhandds@yahoo.com
LANGUAGES WE SPEAK
- English
- Bengali
- Hindi/Urdu
- Spanish
- Nepali
নবজাতককে স্তন্য দানের পদ্ধতি
শিথিল হন। আলতো চেয়ারে বসুন বুকের দুধ খাওয়ানোর অভিপ্রায়ে।
নবজাতককে কোলে নিন। ওর মাথাটা কনুইয়ের মধ্যে নিন। ও আপনার দিকে ফিরে থাকবে। পা দুটো থাকবে ঢালু করে নিচের দিকে। আপনার হাত দিয়ে ওকে বেড় দিয়ে ধরে রাখুন। আপনার অন্য হাত দিয়ে স্তনের নিচে আঙ্গুল দিয়ে সাপোর্ট দিন। বোঁটাটি আলতো করে ওর মুখের ভেতর ঢুকায়ে দিন। ও বোঁটার সঙ্গে সঙ্গে চারপাশের কালো অংশ (এরিওলা) টুকুও মুখের ভেতর ঢুকায়ে নেবে এবং একটি নলের মতো তৈরি করে চুক চুক করে টানতে থাকবে।
এক পাশে স্তন পুরোপুরি টানার পর অন্য পাশের স্তনে ধরুন।
পরের বার যখন দুধ খাওয়াবেন তখন শেষের স্তনটি দিয়ে শুরু করুন।
কতক্ষণ? যতক্ষণ ও টানবে, ততক্ষণ।
কতক্ষণ পর পর খাওয়াবেন? যখনই ও দুধ খেতে চাইবে তখনই দিতে হবে।
প্রথম ২-৩ দিন কষ কষ দুধ আসে একে শাল দুধ বলে, খুবই পুষ্টিসম্পন্ন এই শাল দুধ। তারপর বাচ্চা যত চুষবে তত আপনার ‘দুধ নামবে’।
দুধ খাওয়ানোর পর পেটের বাতাস বের করুন। কাঁধে নিয়ে করতে পারেন বা কনুইয়ের মধ্যে ওর দেহ নিয়ে কোলের মধ্যে বসায়ে রাখুন।
কি করে বুঝবেন ও যথেষ্ট দুধ পাচ্ছে? দিনে রাতে যদি ৬ বার প্রস্রাব করে তাহলে বুঝবেন ও যথেষ্ট দুধ পাচ্ছে।
আপনি ৩ বারের জায়গায় ৪ বার খান দিনে। তরল খাদ্য বাড়িয়ে দিন। নিশ্চিন্ত থাকুন। মনে রাখবেন অতি ঘুমহীনতা বা দুশ্চিন্তা আপনার দুধের গতিকে কমায়ে দিতে পারে। পরিবারের অন্যরা আপনাকে মানসিক সাহচার্য দেবে। পুরোপুরি ৬ মাস শুধু বুকের দুধ খাওয়ায়ে বাচ্চা পালনের মনোবৃত্তি তৈরি করুন।
ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল)
রেজিস্ট্রার শিশু বিভাগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট
মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯; দৈনিক জনকণ্ঠ